Behaya Mon - বেহায়া মন

Behaya Mon - বেহায়া মন

A.k. Sajib

ও বন্ধুরে ও ও ও ও ও
আমি তোরে ভালবাসি বলে,
লোকে কয় চন্ডাল।।
তুই কাটা গায়ে লবন দিয়া
কাটা গায়ে লবন দিয়া,
খোঁচাইয়া তুলতেছো ছাল,
আইজ আমার ঘটিল জঞ্জাল।
বেহায়া মনটা লইয়া
তোমারে ভালবাসিয়া
আইজ আমার ঘটিল জঞ্জাল।।
বেহায়া …

Related tracks

See all