গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ

গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ

AnupamPaul

রবীন্দ্রসঙ্গীত

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে॥
ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে--
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্‌ চুলায় …

Related tracks

See all