Je Pakhi Ghor Bojhena (যে পাখি ঘর বোঝে না - ধ্রুব)

Je Pakhi Ghor Bojhena (যে পাখি ঘর বোঝে না - ধ্রুব)

Einstein Hassan Zaman

যে পাখি ঘর বোঝে না ।।
উড়ে বেড়ায় বন-বাঁদাড়ে,
ভোলা মন মিছে কেন
মনের খাঁচায় রাখিস তারে।।
ও পাখি ছন্নছাড়া, বাঁধন হারা
মানে না প্রেমের শিকল।
ও পাখি দশ দুয়ারী, শত মন করে দখল।
যে পাখি ঘর বোঝে না ।।

পাখিটার এমন স্বভাব নিজের অভা…

Related tracks

See all