ঘুম ... ঘুম ভুলেছি নিঝুম ,এ নিশীথে জেগে থাকি;আর আমারই মতন জাগে নীড়ে দু'টি পাখি...||
কথা দিয়েছিলে আসিবে গো ফিরে, চাঁদ জাগে দূরে আকাশের তীরে---- তাই তোমারেই আমি বারে বারে পিছু ডাকি...||
একে একে ঐ ডুবে গেল তারা, তবু…
জেগে থাকি
Home
Feed
Search
Library
Download