Nijer Bhetor - Sandhi  Shahan মায়াশালিক

Nijer Bhetor - Sandhi Shahan মায়াশালিক

Mr X

তুমি নিশ্চয়ই ভুলে যাবে
বিষণ্ণ পাতারা উড়ে যাবে
আগুনে দেইনি ঝাঁপ
ছায়ার সাথেও কথা বলা পাপ!

আমি ছাড়া এ বোধ-কেউ জানে না
নিজের ভেতর আর ভালো লাগে না

শব্দেরা কথা হয়-
অনেক কথায় ব্যাথা ভয়
অনেক ব্যাথায় বাড়ে যন্ত্রণা
অভিমান পাহাড়…

Related tracks

See all