Aamaar Mon Kemon Kore---Swagatalakshmi Dasgupta

Aamaar Mon Kemon Kore---Swagatalakshmi Dasgupta

nilaakash

আমার মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥
অলখ পথের পাখি গেল ডাকি,
গেল ডাকি সুদূর দিগন্তরে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।
স্বপনবলাকা মেলেছে পাখা,
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে॥

Related tracks

See all