কঙ্কাবতীর কাঁকন বাজে - প্রতিমা বন্দ্যোপাধ্যায়

কঙ্কাবতীর কাঁকন বাজে - প্রতিমা বন্দ্যোপাধ্যায়

Siraj ShNai 1

কঙ্কাবতীর কাঁকন বাজে ইছামতীর কূলে
কাজলা শাড়ি, নাকে নোলক, চলে এলো চুলে।।

কঙ্কাবতীর কতো আশা, বাঁধবে সুখের ঘর
স্বামীর সোহাগ, মাঠে ফসল, স্বপন থরথর
আপনাতে আপনি হারা
তারই লাগি অকারণে হৃদয় ওঠে দুলে।
কাজলা শাড়ি, নাকে নোলক, চলে …

Related tracks