কাজল ধোয়া চোখের জলে - প্রতিমা বন্দ্যোপাধ্যায়

কাজল ধোয়া চোখের জলে - প্রতিমা বন্দ্যোপাধ্যায়

siraj shnai 4

কাজল ধোয়া চোখের জলে একটি কথাই লিখে,
আমি আকুল হয়ে রই
ফুলের মতন তোমার হাতে মনটি দিলাম তুলে,
তবু তোমায় পেলাম কই ?

সাগরতলে রইলো এ মন ঝিনুক হয়ে গো,
মিছেই বুঝি কাটবে জীবন মুক্তো বয়ে গো;
তোমার ওই ডুবুরী মন এলো না তো
তাইতো উদাস…