যে আছে দাঁড়ায়ে দ্বারে - হেমন্ত মুখোপাধ্যায়

যে আছে দাঁড়ায়ে দ্বারে - হেমন্ত মুখোপাধ্যায়

siraj shnai 4

যে আছে দাঁড়ায়ে দ্বারে, বন্ধু বলেছ যারে
কণ্ঠে দোলাও হার মালা
আসেনি সে ঝড় হয়ে, এসেছে দখিনা লয়ে
জানেনা সে দিতে কোন জ্বালা।।

বান্ধবী গো তুমি দাও সাড়া দাও
দাঁড়ায়ে রেখো না দ্বারে কাছে ডেকে নাও
জাগাতে ও মুখে হাসি বুকে তার বাজে…