তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ - মান্না দে

তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ - মান্না দে

siraj shnai 5

তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ
পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ।।

আমি বেদের মতো সম্মোহিত
আশায় হৃদয় আলোকিত
তোমায় ধরার ইচ্ছেটুকু উঠছে ধাপেধাপ।।

তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে
জানো না কি, আগুন তোমার সর্বনাশী দেহে।