মৌ বনে আজ মৌ জমেছে - হেমন্ত মুখোপাধ্যায়

মৌ বনে আজ মৌ জমেছে - হেমন্ত মুখোপাধ্যায়

siraj shnai 5

মৌ বনে আজ মৌ জমেছে
বৌ কথা কও ডাকে
মৌমাছিরা আর কি দূরে থাকে?
ছন্দ ভরা গন্ধ ঝরা এ এক নতুন বেলায়
আমারে আজ কে আর ধরে রাখে?।

নতুন নতুন সুরে পাখিরা গায়
নতুন নতুন ফুলে রঙ ভরে যায়
তাদের ধীরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে।।

নতুন …