Shobdoheen - Ruchira Mandal, Soumyajit Guha

Shobdoheen - Ruchira Mandal, Soumyajit Guha

Oghamyst_Music

টুপটাপ তারারা বালিশে সারারাত
পরীদের পালকে ঝরে যায়।
চুপচাপ কথারা ঘুরপথে বারবার
ফিসফিস ইশারায় ফিরে চায়ে।

মন অকারণ মেঘলা দিন।
কোন কারণে রঙবিহীন।
ঝরা পাতার ঝোঁকে
চেনা পথের বাঁকে
দুঃখ কিছু থাকে শব্দহীন।

আলো হাসির সুখম…

Related tracks

See all