Agochore

বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে
মিথ্যে এ বাঁধনে আমার হয়েছিলে।।

আমি চাইনি এ সুখের সাজান আসর
আমি চাইনা এ রঙের বাসর,
আগোচরে এলে আমায় ভাসালে
আমি চাইনা এ ভুলের সাগর।।

বন্ধুর পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলে
মিথ্যে এ বাঁধন…

Related tracks

See all