নীলিমা (Brothers In Madness)

নীলিমা (Brothers In Madness)

Tayebul Aftab Zishan

তুমি কি ভুলিয়ে দেবে বিষণ্ণতার এই গান।
বুকের মাঝে বসে থাকা অচেনা পাষাণ।
তুমি কি ভুলিয়ে দেবে নষ্ট একটা দিন।
অবসরে ধুলোয় মাখা মুখটা রঙিন।

তোমায় ভেবে ভাবনাগুলো উড়ে যেতে চায়।
নীল আকাশের ভীষণ নীলে দূর নীলিমায়।

তুমি কি ভুলিয়ে…

Related tracks

See all