তাঁরারা বলে  (Acoustic vibe)

তাঁরারা বলে (Acoustic vibe)

Tarek Rahman

তাঁরারা বলে, তুই আছিস আমার মনেতে,
চোখ মেলে তাকালে দেখি তুই শুধু ঘন রাত্রিতে।
হাওয়ারা জানে, কেমন তোর কথা ভাসে,
নিশিথে নীরবে তুই যে ছুঁয়ে যাসে।

তুই নেই পাশে, তবুও কাছে,
এই হৃদয় শুধু তোরই খাঁচায়।
ভালোবাসা বলে, নিঃশব্দ আলোয়…

Related tracks

See all